সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - রুদ্রশংকর

ইচ্ছে হল মৃন্ময়ী
রুদ্রশংকর



ক্রমশ ব্রহ্ম অস্তিত্বের উপর উড়ে এল মহাসেন ঝড় ...
আর সেই সঙ্গে প্রেমের কবিতা লেখার তেলচিটে ইচ্ছেরা
হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল জুম্মার মজলিশে ।
অমনি আটকে পড়ি উভচর জন্মের বারান্দায়,
আধুনিক স্বপ্নগুলো সমুদ্র-ঝিনুকের মধ্যে হামাগুড়ি দেয়
টগবগ করে ফুটে ওঠে রাজপথের বন্ধুত্ব
ছাইচাপা আগুনে পুড়ে যায় আমার আধময়লা চুম্বন...

এইভাবে ঝুলন্ত গল্পের মধ্যে বেঁচে থাকে ভালবাসা
দুরন্ত ধমক দিয়ে যায় রাস্তার বৈশাখী ধুলো
বইয়ের পুরনো ভাঁজে হাতচিঠি পড়তে পড়তে
নিজেকে নিবিড় করে ডুব-সাঁতার শিখেছে যুবক,
আর একটু এগোলে
নাভীমূলের আড়মোড়া ভেঙে আছড়ে পড়ে স্বাভাবিক ঢেউ;
এখনো জুম্মাবার এলে
বিদ্যুৎ স্পর্শের মতো তোমাকে মনে করি ।




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন