সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - রণি ভট্টাচার্য

নন্দিনী
রণি ভট্টাচার্য



ছাই চাপা সমঝোতার আস্তরণ গায়ে মেখে
অস্থির মন অজান্তে, চিৎকার করে বলে,
এ অসহনীয়, যন্ত্রণাময় - বাস্তবহীন স্মৃতি
অবাস্তব-অবান্তর কত প্রশ্নের ঝড় তোলে।

তুলির টানে জেগে ওঠা কোনো স্নিগ্ধ রূপকথা
নীরবতার আধার ছুলো,আরও গভীর নীরবতা।
আমিতো স্তব্ধ , শত যোজন পথ, হয়েছে অতিক্রান্ত
তাই ভ্রান্ত হয়েছে আজ, অকৃএিম সততা ।।

হাজার দ্বন্দ্ব,তোলে ছন্দ , বলে মন্দ , বারে বারে...
তুই নির্বাক হয়ে ব্যর্থ , আজ রিক্ত অহংকারে ...।।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন