সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - সৈয়দ রায়হান বিন ওয়ালী

আমি কবি নই শব্দ বাহক
সৈয়দ রায়হান বিন ওয়ালী



আমি কবি নই
তারাই কবি যারা শব্দের চারিধার,
ডান বাম সামনে পেছন দেখতে জানে,
যাদের শব্দকে নিয়ত দেখার আছে এক ধ্যানী অভ্যাস;
শব্দ যাদের কাছে নিছক শব্দ নয়
কান্নার মহৎ জল, শোকের চাদর, অনুভব অনুভুতি চিত্র অফুরান;
মৃত্তিকা যেমন কুমোরের কাছে শুধু মাটি নয় রূপসী তৈজস !
সুতো যেমন তাঁতির কাছ শুধু সুতো নয় দেহশোভা, বডিআর্ট !
মাছ যেমন জেলের কাছে শুধু মাছ নয় প্রেম, জীবিকা, সংগ্রাম, জীবনের সারৎসার।
তেমনি কবির কাছে
শব্দ মানে পাপ, পুণ্য
শব্দ মানে ভূতভবিষ্যৎ, ব্রহ্ম!

আমি কবি নই
কবি তিনি যিনি-
প্রিয়ার মুখের সাথে রূপালি চাঁদের মুখ
মেলাতে জানে
কবি তিনি যিনি-
শ্রমিকের ঘামের ভেতর বিপ্লবের তরুণ বারুদ
মেশাতে জানে
কবি তিনি যিনি
নিকষ পাপের ভেতর অফুরান পুন্যের খোঁজ
নিয়ত রাখে;

আমি কবি নই শব্দ বাহক, বোঝা টানি, হরকরা দীনহীন
.................................




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন