সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - কালপুরুষ

দুঃখিনী চুম্বন
কালপুরুষ



তুমি থাকো
চিবুক ফিরে যাও

একাকী একটি দুঃখিনী চুম্বন বহুদিন
পড়ে আছে জানালায়
তুমিও কি লীনা ?
প্রত্যূষ আলো, মধ্যরাতের গোপন অন্ধকারের মতো
আগুন জ্বেলেছিলে রক্তে?
মনে পড়ে?
শীতের সে রাত- কেমন বৃষ্টি নেমেছিল!

প্রেম— যদিও— ব্যক্তিগত
কখনও তবু
জনসমুদ্রে প্রকাশ্যে ৭১টি প্রদীপ জ্বেলে
সূর্যের নিচে আমাদের— চুমু— আলিঙ্গন...

প্রকৃতপক্ষে সবুজ বারান্দাই আমার প্রিয়
অল্প জলে ভেসে থাকা নৌকো; প্রাচীন প্রাসাদের
ভাঙ্গা ঘর- আকাশ যেখানে ছাঁদ; যাবে লীনা?

তুমি নও
তোমার আশ্চর্য চক্ষুদ্বয়—যা ভুলতে গিয়ে
প্রতিবার আমি ভুল প্রেমের জন্ম দেই

রেখে যাও
কিছু ঋণ আছে অপরিশোধ্য

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন