সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - কচি রেজা

হেমন্তের ধূলো
কচি রেজা


কোনো হেমন্ত কেন যেন শেষ হয় না
আর আমার হাঁটাও
শহরে এসেছে যে সব ঝুটিওয়ালা মোরগ
যে-সব ভিখিরির থালা কিঞ্চিত খুচরা নিয়ে
কী দ্রূত তারা পার হয় হেমন্ত
ক্র্যাচও কেমন নির্বিঘ্ন!
আমার সালোয়ার-ওড়না, আমার শীতের চাদরে শুধু উল
চশমায় ধুলোররাজ্যি, কাঁধের ব্যাগভর্তি শুধু পারি না, পারি না
জল ডাকলে, নীল ডাকলে সাদা হতে থাকে হাত
আমাকে কী হেমন্ত শাসায়!

চাঁদ চুমু খাক মুখে, আমিও চাঁদের
আহ্নিক পাল্টালো তুমুল ব্লিজার্ড, মরুঝড়ে কতো যে হারালো
তবু বার্ষিক জোয়ার নিয়মমতন

হেমন্ত ভেজালো

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন