সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - দেবাশীষ রায়

মায়ের ভাষা...
দেবাশীষ রায়

অ- অজগর রাজনীতিবিদ।
আ- আমটি খোঁজে ফন্দি ফিকির।
ই- ইঁদুর ছানা এদিক ওদিক।
ঈ- ঈগল পাখির চোখ দুটো স্থির।

ক-কপাল পোড়া, বাংলা ভাষা।
খ- খুন হয়েছে। জোর হতাশা।
গ- গান ধরেছি ঘুম তাড়াতে।
ঘ- ঘুম ভাঙ্গে না, এ এক নেশা।

ঘুম ধরেছে নেশার টানে
অন্য ভাষায় সংগোপনে
বিক্রি করছি নিজের জীবন
তবু, শ্বাস নেব না অক্সিজেনে।

ফরফরিয়ে বলছি কথা
কিন্তু জানি কোথায় ব্যথা
চোখ ধাঁধানো কায়দাবাজি
আর, অনুবাদে ব্যস্ত মাথা।

নিজের ভাষা ভুলছি কেন?
কোন ধরনের এ বিশ্বায়নও?

কৌটো খুলে ধরবে নাকে?
শোঁকো , মায়ের গায়ের গন্ধ চেনো ? ? ?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন