সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

অনুবাদ কবিতা - ইন্দ্রনীল তিওয়ারী



প্রেম কখনো একতরফা হয় নি

কবি - গুলজার
অনুবাদ - ইন্দ্রনীল তিওয়ারী

প্রেম কখনো একতরফা হয় নি, না হবে।

দুই আত্মার এক মিলনের যমজ জন্ম হল এই প্রেম।
প্রেম কখনো একা বাঁচে না।
বাঁচলে দুই মানুষে বাঁচে,
মরলে দু জনেই মরে।

প্রেম এক বহতা নদীর মতো,
কোন ঝিল নয় যে যাকে কিনারা বেঁধে রাখে।
কোন সাগরও নয় যে যার কোন কিনারা নেই।
ব্যাস, শুধু এক বয়ে যাওয়া নদী।

নদী যেমন ওপরে ওঠে, নেমে যায়,
চড়াই- উৎরাই ,প্রেমে এই সবকিছু থাকে।

জলের স্বভাব হল উপর থেকে নীচের দিকে যাওয়া,
নীচের থেকে ফের উপরের দিকে দ্রুত উঠে যাওয়া।
মেঘ হয়ে আকাশে ভেসে বেড়ান,
কাঁপতে থাকে,যখন জোর তুফান ওঠে।
ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে ঝরে।

প্রেম শরীরের বাদ্যযন্ত্রে বেজে ওঠা কোন সুর নয়।
না কোন মন্দিরের আরতি , না পূজা।
প্রেম কোন প্রাপ্তি নয়, কোন লালসা নয় প্রেম।
কোন লাভ বা ক্ষতিও নয় প্রেম।
প্রেম কোন হুঁশিয়ারি নয়, করুনাও নয়,এমনকি কোন জিতে নেওয়া যুদ্ধও নয়।
প্রতিভা নয়, পুরস্কার নয়, রেওয়াজ কিম্বা রীতিও নয়।
দয়া বা দান কোনটায় নয় ।
এ কোন বীজ নয় যে বপন করে যাবো।
এ এক সুগন্ধ ,কিন্তু সুগন্ধের পরিচয় নয়।

বেদনা -স্বান্তনা- সন্দেহ-বিশ্বাস-জেদ, হুশ ও কামনার এক অনুভুতির গর্ভে
জন্মান এক সম্পর্ক হল প্রেম।
বা সম্বন্ধ কোন দুই প্রানের, দুই আত্মার, দুই অস্তিত্বের!
জন্ম নেয়, বড় হয়, প্রাচীন হয় না কখনো।

মাটিতে পালিত এক ব্যাথাতুর ঠাণ্ডা রোদ্দুরের নীচে
শিকড় ও স্থলের এক ফসল।
কেটে যায় কিন্তু কখনো ভাগ হয় না।

মাটি,জল, হাওয়া কিছু আলো ও সময় কিছু।

যখন বীজের চোখে উঁকি দিই
তখন সেই চারা ঘাড় উঁচু করে নিজের মুখ ,নাক, নজর দেখায়।
গাছের পাতায় পাতায় কিছু প্রশ্ন আছে ,উত্তরও রয়েছে কিছু ।
কোন মাটির প্রসব ছিল সে?
কোন ঋতু পালুন পোষণ করেছে
আর রোদ দিয়েছে তাকে,
যে গোছাল হয়ে উঠেছে তার ডালপালা?

কতকগুলি পাতার মুখ উপরের দিকে।
আকাশের দিকে তাকায়।
আর কিছু নীচের দিকে ঝুলে থাকে,
দুঃখ-ভারাক্রান্ত,কিন্তু
শাখার শিরায় শিরায় বইতে থাকা জলের সাথে যুক্ত,
মাটির নীচে থাকা বীজ কে প্রশ্ন করে-

"আমি তো তুমি নও?
তবুও জিজ্ঞেস করি
আমি তোমার থেকে না তুমি আমার থেকে?"

প্রেম যদি সেই বীজ হয়,
তাহলে প্রেম এক প্রশ্ন,

এবং উত্তরও............





 



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন