সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - কিরীটী সেনগুপ্ত

দুটি কবিতা
কিরীটী সেনগুপ্ত

(১)
পোড়া বেলা…

পোড়া বেলা সমুদ্রে ভেসে
অজানা নাবিক নিয়ে এলো
চেনা গন্ধ মৌচাক;
তীব্র আরও তীব্র হতেই
নোনা খাঁচায় পুরে
ভেসে গেল নতুন দেশে।

নিরীহ খাঁচায় নোনা
গন্ধ শুধু;
সুগন্ধি ঈশ্বরী চোখ বুজে
মেপে নিচ্ছেন নাম-গান।


(২)
পুরুষ-কাল
কানে বাবা এলে
ঔরসে মায়া হয়,
শুনছো শুনে শরীরী
মুহূর্তের অংশীদার কথা ব’লে,
বাবু ডাক আর
অবুঝ আমি জাগি,
ঘাট-কাজ শেষে
আমার উত্তরাধিকারী-ভাঁজ;
ছেঁড়া পৌরুষ এবং
পুরুষ আমি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন