সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - দেবরাজ ভট্টাচার্য

কবিতাপ্রলাপ
দেবরাজ ভট্টাচার্য


মৃত কুঞ্জে ভেসে যায় আহ্লাদের স্বর
যে যার কবিতালেখ্যে একা স্বয়ম্বর
রাত্রিকে সমান বেশি বহ্নি দিতে পারি
তার পাশে পা ছড়ায় কোন ছুঁড়ি চল...

মৃত কুঞ্জে ভাসে এক আহ্লাদের স্বর
এটুকুই অবসর গোপন জীবনের
আমি দেখেছি কবিতা মানে অন্যদায়
লক্ষ্যহীন সীমানার সীমানাকে টানে

বাকিসব অম্লজল বিস্বাদের বোঝা
ফিরে যাও একা রোখ কবিতার ঘাড়ে
এরপর এ চোখের দায় নেই কোনও
এরপর এ দেহের দোষ নেই কোনও...

পাখিদের দেখা থেকে দৃশ্যটি দৃশ্যত দেখে--
একা জ্বর আলিঙ্গন নাড়াচাড়া করে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন