সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - ঊষসী ভট্টাচার্য্য

পথ ই পাথেয়
ঊষসী ভট্টাচার্য্য


রাস্তা শুধু রাস্তা হাঁটে,
জীবন নাকি চলার সুর,
দিক হারালো দিন জোনাকি,
জীবন সে তো রাস্তা দূর ।

রাস্তা সে তো রাস্তা কাটে,
জীবন শুধু আগুন মুখ,
ভালো থাকার গল্প বলে,
রাতবিরেতের প্রাচীন সুখ।

রাস্তা শুধু রাস্তা মাপে,
জীবন শুধু পোড়ার নাম,
কথার পিঠে কথা শুধু,
বাকি চিঠির খোলা খাম ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন