সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

কবিতা - কালপুরুষ


দোলযাত্রা
কালপুরুষ


উৎসব। আনন্দ। কল্যাণ। আজ দোলযাত্রা।
সত্য পবিত্র মানবতার পথে
সার্বজনীন সমাজতন্ত্রের পথে।

রবীন্দ্র সরোবরে; মনে পড়ে গেলো-
তোমার সচ্ছল মুখ,
পৃথিবীর ৯২ কোটি ক্ষুধার্ত মুখ,
যাদের ডাকনাম মানুষ।
খুধা; যে কোন ভদ্রতা জানে না
বয়স মানে না
ধর্মও নয়।
কুমারী রমণীর যৌবন যন্ত্রণা আমৃত্যু সে।

তুমি বলেছিলে, “এই যুদ্ধের পর, দেখো;
মানুষ যৌথ অধিকার পাবে আকাশের”

উৎসব। আনন্দ। কল্যান। আজ বসন্তপূর্ণিমা।
মানব ধর্ম- মানব কল্যাণের পথে যাত্রা।
পথে অপেক্ষমান কুৎসিত ভিখারিনি,
যার ধর্ম আমরা জানি না
কোন ভাষায় করে প্রার্থনা
স্রষ্টাকে ডাকে সে কোন প্রিয় নামে?
জানি না।
এসো; জানি- তার দুঃখ আছে কত?
শীতের দুঃখ, ক্ষুধার দুঃখ, প্রেমের দুঃখ,
মানুষ হয়ে জন্ম নেবার ঐতিহাসিক দুঃখ!

হাতে তার হাত রাখি।
উচ্চারণ করি-
ভালবাসা ভালবাসা ভালবাসা।

1 comments: